বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), নরসিংদী রিজিয়ন, নরসিংদী এর সেবা/কার্যাবলীসমূহঃ
১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭ নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। কৃষি মন্ত্রনালয়ের অধীনন্থ স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সরবরাহ করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করতেছে। এ কাজগুলো বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।
আমাদের সেবা/কার্যাবলীসমূহঃ (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৬১, জাতীয় কৃষি নীতি-১৯৯৯ এবং বিএডিসি পূর্নগঠন-১৯৯৯ অনুসরণে):
১. গভীর নলকূপ পরিচালনা ও ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ। ২. ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২-কিউসেক ও ৫-কিউসেক লো-লিফট পাম্প স্থাপন এবং সেচ এলাকা সম্প্রসারণ। ৩. নবায়নযোগ্য সেচ সম্প্রসারণে ০.৫-কিউসেক ও ১-কিউসেক সোলার পাম্প স্থাপন। ৪. দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয় কৃষি নীতি, কর্মসূচী এবং প্রকল্প সমূহ বাস্তবায়ন করা; ৫. জলাবদ্ধতা নিরসণ, বৃষ্টির পানি অপসারণ ও সেচের পানির সহজ লভ্যতার জন্য খাস মজা খাল ও পুকুর পুন:খনন। ৬. সেচ যন্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য সার্বিক সহযোগিতা প্রদান। ৭. ভূ-গর্ভস্থ সেচনালা বা বারিড পাইপ নির্মাণের মাধ্যমে সেচের পানির অপচয় রোধ করা। ৮. ভূ-গর্ভস্থ পানির স্তর পর্যবেক্ষণ ও প্রয়োজনে পানির গুনাগুন পরীক্ষণের ব্যবস্থা গ্রহণ। বিএডিসি’র সেচযন্ত্রে বজ্রপাত নিরোধক লাইটিং এ্যারিস্টার স্থাপন। ৯. বছর ওয়ারী সেচ যন্ত্রের সমীক্ষা কার্যক্রম বাস্তবায়ন। ১০. উচ্চ মূল্যের ফসল উৎপাদনের জন্য পলিশেড নির্মাণ এবং ড্রিপ ও স্প্রিংলার সেচ ব্যবস্থার সম্প্রসারণ। ১১. সেচ পানির অপচয় ও ব্যয় কমানের জন্য AWD পানি সাশ্রয়ী প্রযুক্তির সম্প্রসারণ। ১২.পুন:খননকৃত খালের পাড়ে বৃক্ষ রোপন। ১৩. ফিতা পাইপ ব্যবহার বৃদ্ধি ও বিএডিসি’র সেচযন্ত্র বিতরণ। ১৪. পলাশ আশুগঞ্জ এগ্রো ইরিগেশন প্রকল্পের মাধ্যমে গ্রাভেটি ফ্লো ইরিগেশন পদ্ধতির মাধ্যমে কৃষকদের জমিতে সেচের পানি প্রবাহ নিশ্চিতকরণ। ১৫. কৃষকদের সেচ সম্পর্কিত যেকোন প্রকার পরামর্শ ও সহযোগিতা প্রদান। ১৬. সেচ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS