Wellcome to National Portal
Main Comtent Skiped

Future plan

বর্তমানে চলমান কার্য্যক্রম এর ধারা অব্যাহত রেখে “বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, ডাবল লিফটিং সেচ প্রকল্প, জরীপ ও পরিবীক্ষণ প্রকল্প এবং আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের মাধ্যমে নরসিংদী জেলায় সেচ সম্প্রসারণ এবং কৃষির উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকারের বিভিন্ন কার্য্যক্রম সম্পাদন করা।

উল্লেখিত প্রকল্প’র ভবিষ্যৎ পরিকল্পনা:

ক.

প্রকল্পের আওতায় সেচ অবকাঠামো নির্মাণ এবং যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ১৬৫০ হেক্টর (৪০৭৫ একর) জমিতে সেচ সুবিধা প্রদান;

খ.

লাগসই প্রযুক্তি প্রয়োগ করে আশুগঞ্জ এবং ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে যথাক্রমে ১১০০ কিউসেক ও ৮০০ কিউসেক নির্গত কুলিং ওয়াটার (ভূ-পরিস্থ) দ্বারা অশুগঞ্জ-পলাশ এগ্রো-ইরিগেশন প্রকল্পের ৪র্থ পর্যায় আবাদকৃত ২২০0০ হেক্টর (৫৫০০০ একর) জমিতে সেচ কার্যক্রম অব্যাহত রাখা;

গ.

২২০০০ হেক্টর (৫৫০০০ একর) জমি সেচের মাধ্যমে ৯৬২৫০ মে. টন খাদ্যশস্য উৎপাদন নিশ্চিত করা এবং ২৮৬০ হেক্টর (৭০৬৪ একর) জমিতে সেচের মাধ্যমে ১২৫১২ মে. টন খাদ্যশস্য উৎপাদন করা উপরোক্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে প্রতি বছর প্রায় ১০৮৭৬২ মে. টন খাদ্যশস্য উৎপাদন করা;

ঘ.

প্রকল্প এলাকার কৃষকদেরকে সেচ, খাদ্যশস্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কর্মকান্ডে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র বিমোচন করা।